সামিট পাওয়ারের ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন

সামিট পাওয়ারের ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে সামিট পাওয়ার লি. কোম্পানির শেয়ার। এদিন সামিট পাওয়ারের ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া সামিট পাওয়ার কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৭৭ দশমিক ৮ টাকায় এবং সর্বনিম্ন ৭৫ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৭৬ দশমিক ২ টাকা।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার সময় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৩৭ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯৫ টাকা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মার্চ।

অন্যদিকে মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সামিট পাওয়ার লি. কোম্পানির মোট লেনদেন হয় ২০ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৭০০ টাকা, বেক্সিমকো লি. ১৯ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, গ্রামীণ ফোন লি. ৮ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা, ইউনাইটেড এয়ার ৮ কোটি ৮১ লাখ ৪ হাজার ৩০০ টাকা, তিতাস গ্যাস ৮ কোটি ৫ লাখ ৪০০ টাকা, বেক্সফার্মা ৬ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা, এমআই সিমেন্ট ৬ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৩০০ টাকা, কেয়া কসমেটিকস ৬ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা, যমুনা অয়েল ৬ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৮০০ টাকা এবং আরএন স্পিনিং ৫ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ১০০ টাকা।

ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ার ৪৩ লাখ ১২ হাজার ভলিউম, সামিট পাওয়ার ২৭ লাখ ৫ হাজার ৮০০ ভলিউম, এসআইবিএল ২২ লাখ ৪০ হাজার ২৫০ ভলিউম, বেক্সিমকো লি. ২০ লাখ ৭ হাজার ৫০০ ভলিউম, আরএন স্পিনিং ১৭ লাখ ৩১ হাজার ৫০০ ভলিউম, এনসিসি ব্যাংক ১৫ লাখ ৩ হাজার ভলিউম, ন্যাশনাল ব্যাংক লি. ১৪ লাখ ২১ হাজার ২০০ ভলিউম, ইউসিবিএল ১৪ লাখ ১৬ হাজার ৫৫০ ভলিউম, লাফার্জ সুরমা সিমেন্ট ১৪ লাখ ১৪ হাজার ৫০০ ভলিউম এবং বিকন ফার্মা ১২ লাখ ৫৫ হাজার ৫০০ ভলিউম।

অর্থ বাণিজ্য