দাম কমার শীর্ষে আরএন স্পিনিং, দ্বিতীয় রূপালী ব্যাংক

দাম কমার শীর্ষে আরএন স্পিনিং, দ্বিতীয় রূপালী ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দাম কমার শীর্ষে অবস্থান করছে আরএন স্পিনিং কোম্পানির শেয়ারের দাম।

এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৮ দশমিক ৭৫ শতাংশ দাম হারিয়েছে। এছাড়া, ১২ দশমিক ৬১ শতাংশ দাম হারিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রূপালী ব্যাংকের শেয়ার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, আরএন স্পিনিং কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১৮ দশমিক ৭৫ শতাংশ কমে দাম কমার শীর্ষে অবস্থান করছে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩২ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ৩০ দশমিক ৭ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৪০ টাকা।

মঙ্গলবার এ কোম্পানির দাম প্রায় ১০ টাকা কমে সর্বশেষ লেনদেন হয় ৩২ দশমিক ৫ টাকায়। যা গত কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ৭৫ শতাংশ কম।

ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, ২০১০ সালে ‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২৫০টিতে।

কোম্পানির বাজার মূলধন ৫৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৩৯ কোটি ১০ লাখ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির মোট ১৩ তোটি ৯১ লাখ ৪১ হাজার ২৩০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৬ দশমিক ১৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, আরএন স্পিনিংয়ের পরিচালন পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আরএন স্পিনিং মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় কুমিল্লা ইপিজেডের কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ছিল ১২ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আরএন স্পিনিং মিলসের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

অন্যদিকে, ১২ দশমিক ৬১ শতাংশ দাম হারিয়ে দাম কমার শীর্ষে অবস্থান করছে রূপালী ব্যাংকের শেয়ার।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ছিল ১২ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রূপালী ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১০ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, লভ্যাংশ ঘোষণার কারণে মূল্য অ্যাডজাস্ট হওয়ার এ কোম্পানি দুটির শেয়ারের দাম কমেছে।

মঙ্গলবার গত কার্যদিবসের তুলনায় ডিএসইর দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- আরএন স্পিনিং ১৮ দশমিক ৭৫ শতাংশ, রূপালী ব্যাংক ১২ দশমিক ৬১ শতাংশ, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ দশমিক ৪০ শতাংশ, কোহিনুর ক্যামিক্যাল ৩ দশমিক ০৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ১ দশমিক ৪২ শতাংশ, নর্দান ইন্সুরেন্স ০ দশমিক ৩৪ শতাংশ, এসিআই বন্ড ০ দশমিক ১৯ শতাংশ, বিএটিবিসি ০ দশমিক ০৯ শতাংশ এবং আইবিবিএলপি বন্ড ০ দশমিক ০২ শতাংশ।

মঙ্গলবার লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- নর্দান ইন্সুরেন্স, স্টান্ডার্ড সিরামিকস, রেনেটা, জেমিনি সি ফুড, প্রগতি লাইফ ইন্সুরেন্স, এপেক্স স্পিনিং, জনতা ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, এসিআই এবং ন্যাশনাল টি।

অর্থ বাণিজ্য