পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে সোনালী আঁশ কোম্পানির শেয়ারের দাম। এ দিন সোনালী আঁশ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পায়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটের সূত্র মতে, মঙ্গলবার সোনালী আঁশ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ ১৩২ দশমিক ১ টাকায় এবং সর্বনিম্ন ১২৩ দশমিক ৪ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১২০ দশমিক ১ টাকা।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সোনালী আঁশ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
১৯৮৫ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, এ কোম্পানির বাজার মূলধন ৩২ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি ৭০ লাখ টাকা।
বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ২৭ লাখ ১২ হাজার। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪ দশমিক ৩৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।
দাম বাড়ার শীর্ষে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনালী আঁশ ৯ দশমিক ৯০ শতাংশ, নিটল ইন্সুরেন্স ৯ দশমিক ৭৫ শতাংশ, ফাস্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. ৯ দশমিক ৬৬ শতাংশ, ইউএলসি ৯ দশমিক ৬০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৯ দশমিক ৫০ শতাংশ, প্রাইম টেক্স ৯ দশমিক ৪১ শতাংশ, লংকা-বাংলা ফিন্যান্স ৯ দশমিক ০৯ শতাংশ, আলহাজ টেক্সটাইল ৮ দশমিক ৭২ শতাংশ, বিচ হ্যাচারি ৮ দশমিক ৭২ শতাংশ এবং ফুওয়াং ফুড লি. ৮ দশমিক ৫৯ শতাংশ দাম বেড়েছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বুধবার ডিএসইর শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি ফাস্ট এনবিআর মিউচ্যুয়াল ফান্ট, ইউনাইটেড ইন্সুরেন্স, আইপিডিসি, লংকা-বাংলা ফিন্যান্স লি., ইউএলসি, ফাস্ট লিজ অ্যান্ড ফিন্যান্স লি., আনলিমা ইয়ার্ন, বিচ হ্যাচারি, ফু ওয়াং সিরামিকস এবং প্রিমিয়ার ব্যাংক লি।