গাজায় সহিংসতা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত উভয়পক্ষ

গাজায় সহিংসতা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত উভয়পক্ষ

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর একটি অংশ ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া সহিংসতা বন্ধে মিসরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতি চুক্তি হয় বলে জানান একজন শীর্ষস্থানীয় মিসরীয় নিরাপত্তা কর্মকর্তা।

সোমবার দিনের শেষভাগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ওই কর্মকর্তা জানান, উভয়পক্ষই চলমান সামরিক কার্যক্রম বন্ধে একমত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

তবে এই যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে ইসরায়েল বা লড়াইয়ে লিপ্ত ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গ্রুপগুলোর তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অতীতেও উভয়পক্ষে এরকম চুক্তি হলেও সেগুলো খুব একটা টেকসই হয়নি।

চুক্তির ব্যাপারে ইসরায়েলের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সহিংসতা বন্ধে মিসরীয় উদ্যোগে তৎপরতা শুরু হয়েছে বলে রোববার জানিয়েছিল প্রশাসনিকভাবে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস। উল্লেখ্য হামাস তার যোদ্ধাদের এই সহিংসতা থেকে বিরত রেখেছে।

গত চারদিনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার মারা গেছেন ৭ জন।
ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ দাবি করেছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় তাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের দুই সদস্য নিহত হয়েছেন।

এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধ তার কন্যাসহ নিহত হন।
ইসরায়েলি বোমা গাজার উত্তরাংশে একটি বিদ্যালয়ের নিকটে আঘাত হানলে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত এবং অপর ছয় শিক্ষার্থী আহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সোমবারের হামলায় আরো নারী,শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক