গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত গিণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপারিশ করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি শেয়ার প্রতি হয়েছে ৩ দশমিক ২৮ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালূ দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৮ টাকা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল ইন্টারন্যাশনাল পূর্বানি হোটেল, দিলখুশা-১ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মার্চ।

অর্থ বাণিজ্য