চীনে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী টাইফুন, বাতিল ৪০০ ফ্লাইট

চীনে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী টাইফুন, বাতিল ৪০০ ফ্লাইট

taifun chainaচীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চান-হম। শক্তিশালী এই টাইফুনের সম্ভাব্য আঘাতকে কেন্দ্র করে সাড়ে আট লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার এই শক্তিশালী টাইফুন আঘাত হানতে যাচ্ছে।

ভয়াবহ এই টাইফুনের প্রভাবে ঘণ্টায় ১৮৭ কি.মি. বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এই টাইফুন ১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ইতোমধ্যেই টাইফুনের প্রভাবে ৩৩ ফুট উচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক শীর্ষ খবর