২০২০ সালে চিরতরে ঘুমোতে যাবে সূর্য!

২০২০ সালে চিরতরে ঘুমোতে যাবে সূর্য!

sun drak২০২০ সালে অস্তাচলে যাবে সূর্য। পৃথিবীতে ফিরে আসতে আরে বরফযুগ। এমনটাই আশঙ্কা বৈজ্ঞানিকদের। নয়া এক গবেষণা বলছে, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সোলার সাইকেল সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে।

ডেইলি মেল সূত্রে এই খবরে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, ১৬৪৬ থেকে ১৭১৫ সালের মধ্যেও একবার এমনটাই ঘটেছিল। যার জেরে লন্ডনের টেমস নদী গোটাটাই বরফে পরিণত হতে পারে।

বৈজ্ঞানিকদের আশঙ্কা, একটু একটু করে ‘তেজ’ হারাচ্ছে সূর্য। যার জেরেই ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে বরফযুগ।

বিজ্ঞান প্রযুক্তি