ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ভীড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন যাকাতপ্রার্থী। শুক্রবার ভোর ৫টার দিকে শহরের নূরানী জর্দা ফ্যাক্টরিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অর্ধশতাধিক নারী-পুরুষকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক ধণাঢ্য মো: শামীম প্রতি বছরই যাকাত দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সেহরির পরপরই যাকাতের কাপড় বিতরণের উদ্দেশ্যে জর্দা ফ্যাক্টরির গেট খোলা হয়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ এক সঙ্গে হুড়োহুড়ি করে গেটের ভেতর ঢুকতে চাইলে পদদলিত হন শতাধিক মানুষ। ঘটনার পর নূরানী জর্দা ফ্যাক্টরির সামনে মানুষের ফেলে যাওয়া ছেড়া, জুতা, স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর জর্দা ফ্যাক্টরির মালিক মো: শামীমসহ তার ৬-৭ জন কর্মচারীকে অাটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।