আইসিটি খাতের ওপর জোর দিলে দুর্নীতি কমে যাবে

আইসিটি খাতের ওপর জোর দিলে দুর্নীতি কমে যাবে

muhittআইসিটি খাতের ওপর জোর দিলে দেশে ২ থেকে ৩ শতাংশ দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠ‍ানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি কমাতে আমরা আইসিটি’র ওপর জোর দিচ্ছি। কারণ ২০১৯ সালে আমাদের নির্বাচনী ইশতেহারে স্লোগান ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ব। সুতরাং আমরা এই খাতকে গুরুত্ব দিচ্ছি।

মুহিত বলেন, বর্তমানে দেশের আর্থিকখাত গুলোতে বিপর্যয় চলছে, সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির এক ভাগেরও বেশি ক্ষতি হয়েছে। দেশের মানুষ রাজনৈতিক ‍অস্থিরতা চায় না। এ অস্থিরতা কেটে গেলে তা এমনিতই কেটে যাবে। আর পদ্ধতিগত দুর্নীতি না থাকলে জিডিপির প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যেতো।

তিনি বলেন, প্রাইভেটখাতে বিনিয়োগ বাড়াতে হবে। এ খাতে কেন বিনিয়োগ বাড়ছে না তা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় রাজনৈতিক অস্থিরতা একটা বড় সমস্যা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ।

অর্থ বাণিজ্য