অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর কোনো অপতৎপরতাই এ অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
আজ বুধবার জাতীয় সংসদে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আনিত প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে অভাবনীয় সাফল্য অর্জন হয়েছে। সাম্প্রতিক এ অর্জন তারই স্বীকৃতিস্বরূপ।
এই ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় উঠে আসবে। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।
সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় প্রস্তাব সাধারণ উত্থাপন করেন টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক।
আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিলো তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে।
সাম্প্রতিক অর্জন তারই স্বীকৃতি। তিনি বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ছাড়া কোনোদিনই অর্থনীতির এমন অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হতো না।