মিয়ানমারের সাধারণ নির্বাচন নভেম্বরে

মিয়ানমারের সাধারণ নির্বাচন নভেম্বরে

miyanmar২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে মিয়ানমার।

৮ নভেম্বর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বুধবার দেশটির একজন জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন। আজ আরো পরের দিকে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেয়া হবে।

এখনো দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ট আসনে রয়েছে সেনাবাহিনীর সমর্থিত দল।

দেশটির সেনা সমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপি এই প্রথমবারের মতো অঙ সান সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে দেশটির সংবিধানে পরিবর্তন না আনায় এই নির্বাচনেও প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে পারবেন না অঙ সান সূচি।

২০১০ সাল থেকে সামরিক সরকার শাসিত এই দেশটিতে সংস্কার শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর পরিবর্তে সেনা সমর্থিত বেসামরিক সরকার দেশ পরিচালনা শুরু করে। -বিবিসি

আন্তর্জাতিক