ইংল্যান্ড অধিনায়ক হিসেবে অ্যান্ড্রু স্ট্রসের ওপরই আস্থা রাখছেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান। এমনকি এ পর্যন্ত ইংলিশরা যত অধিনায়ক পেয়েছে তাদের মধ্যে স্ট্রসকে সেরা হিসেবে মনে করেন এই স্পিনার। সোয়ানের বিশ্বাস কোনো অধিনায়কই স্ট্রসের ধারেকাছে নেই। সোয়ানের মতে, টেস্ট অধিনায়ক হিসেবে নিজের গ্রহনযোগ্যতা প্রমাণ করেছেন স্ট্রস তাই টেস্ট অধিনায়ক হিসেবে তাকেই রাখা উচিত। দ্য সান পত্রিকায় নিজের কলামে সোয়ান লিখেছেন,‘আমি স্ট্রসের পক্ষেই বাজি রাখছি এবং শতভাগ নিশ্চিত হয়েই বলছি তিনি টেস্ট অধিনায়ক হিসেবে যোগ্যতম।’ ‘আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারার পর কোনো কোনো মহল থেকে কানাঘুষা হচ্ছে যে চাপের মুখে আছে স্ট্রস।’ তবে কৌশলগত দক্ষতা ও তার অভিজ্ঞতা তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠা করেছে। ‘আমার মতে এবং আমি নিশ্চিত ড্রেসিংরুমের প্রত্যেকের কাছেই, স্ট্রসের কৌশল, অভিজ্ঞতা, ব্যবহার ও ব্যক্তিদের চালিত করার দক্ষতা তাকে ওই পদের জন্য শীর্ষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ ‘তিনি ইংলিশ অধিনায়কদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা এবং তার জীবন বৃত্তান্তে টানা অ্যাসেজ জয় যার মধ্যে গতশীতের অসাধারণ জয়সহ ইংল্যান্ডকে টেস্ট র্যাঙ্কিংসেরা হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়টিও থাকে’- বলেন সোয়ান।