আফগানিস্তানে আইএস’র সেকেন্ড-ইন-কমান্ড নিহত

আফগানিস্তানে আইএস’র সেকেন্ড-ইন-কমান্ড নিহত

is secondআফগানিস্তানে আইএস’র  সেকেন্ড-ইন-কমান্ড নিহত হয়েছেন। আফগান গোয়েন্দা কর্মকর্তারা এ খবর দিয়েছেন।

দ্য আফগান ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় মার্কিন ড্রোন হামলায় সোমবার গুল জামান নামে আইএসআইএল’র সেকেন্ড-ইন-কমান্ড নিহত হন। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

এনডিএস’র মুখপাত্র হাসিব সিদ্দিকির বরাত দিয়ে বার্তা সংস্থা ‘তোলোনিউজ’ বলেছে, ড্রোন হামলায় গুল জামানের সঙ্গে তার সহকারী জাহানইয়ার এবং আরো পাঁচ সন্ত্রাসী নিহত হয়। তার মৃত্যুর খবর আফগান নিরাপত্তা সংস্থার বিশেষ ইউনিটও নিশ্চিত করেছে।

গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে,  যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের কোনো কোনো এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএস সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। এরইমধ্যে তালেবানরা আফগানিস্তানে যেকোনো ধরনের তৎপরতা চালানোর বিরুদ্ধে আইএসকে করে দিয়েছে।–আইআরআইবি

আন্তর্জাতিক