ক্রিকেট মাঠে ঝরলো আরেকটি তাজা প্রাণ

ক্রিকেট মাঠে ঝরলো আরেকটি তাজা প্রাণ

bavalan২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু নাড়া দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। এরপর আরো অনেক তাজা প্রাণই ঝরে গেছে ক্রিকেট মাঠে।

সেগুলো ক্রিকেট বিশ্বকে অতোটা নাড়া দিতে না পারলেও খবরের শিরোনাম হয়েছে। এবার সেই দুর্ভাগাদের তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মানিপে প্যারিস স্পোর্টস ক্লাবের ২৪ বছর বয়সী এক ক্রিকেটার।

রোববার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ‘ব্রিটিশ-তামিল’ লিগে ব্যাট করার সময় বল বুকে আঘাত হানে ক্রিকেটার বাভালান পথমানাথানের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার আগেই তাকে প্রায়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

ক্রিকেট ক্লাব সারের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গ্লাউড শোক প্রকাশ করে বলেন, বাভালানের এমন মৃত্যুতে ক্লাবের সবাই শোকাহত।

ক্লাব ও ক্রিকেট কমিউনিটির পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সহমর্মিতা প্রকাশ করছি তার বন্ধু ও পরিচিতজনের প্রতিও।

খেলাধূলা