সিটিকে পেছনে ফেলে শীর্ষে ইউনাইটেড

সিটিকে পেছনে ফেলে শীর্ষে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান মৌসুমে একটানা আধিপত্য ধরে রেখেছিল ম্যানচেস্টার সিটি। অক্টোবরের পর রোববার প্রথমবারের মতো তারা শীর্ষ স্থান হারিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। ম্যানইউ ২-০ গোলে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে জয় পেলেও দিনের অপর ম্যাচে সিটি ১-০ গোলে হেরেছে সোয়ানসিয়া সিটির কাছে।

লিবার্টি স্টেডিয়ামে সিটিকে হতাশায় ডুবতে হয় শেষ মুহূর্তে লিউক মুরের গোলের জন্য। ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে গোল বল জালে জড়িয়ে প্রথম বারের মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নামিয়ে আনেন সফরকারীদের। ফরোয়ার্ড মারিও বালোতেল্লি ও সার্জিও আগুয়েরো গোলের সহজ সুযোগ হাত ছাড়া করলে রাতটি দুর্ভাগ্যের রাতে পরিণত হয় সিটির।

তবে ভিন্ন চিত্র ফুটে ওঠে ওল্ড ট্রাফোর্ডে। ওয়েন রুনির জোড়া গোলে প্রথম বারের মতো শীর্ষে ওঠার আনন্দে মেতে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৬ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের ডানপ্রান্তের ক্রস থেকে প্রথম বারের মতো রেডডেভিলদের এগিয়ে দেন রুনি।

বিরতির পর সফরকারী শিবির পরিণত হয় ১০ জনে। ৬৮ মিনিটে হার্নান্দেজকে ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ব্রমউইচের ডিফেন্ডার জোনাস ওলসনকে। তবে এর পাঁচ মিনিট পর সফরকারীদের বড় ধাক্কা খেতে হয় রেফারি পেনাল্টির নির্দেশ দিলে। অ্যাশলে ইয়ংকে কেইথ অ্যান্ড্রুর ট্যাকলের জন্য ফের মাশুল গুণতে হয় ওয়েস্ট বর্মকে। স্পট কিক থেকে গোল করেন রুনি।

প্রতিযোগিতায় ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।

খেলাধূলা