অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজার অর্থনীতিতে অপরাধ দমন করতে প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সংখ্যার চেয়ে গুণের দিকে বেশি নজর দিতে হবে।
রোববার সন্ধ্যায় অর্থনৈতিক অপরাধ থেকে বাজার অর্থনীতিকে সুরক্ষা বিষয়ক এক সেমিনারে তিনি এ অভিমত দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়ার প্রতিষ্ঠান সাস এ সেমিনারের আয়োজন করে। মূলত সাস এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জেলা তথ্য বাতায়ন করা হয়েছে। চালু করা হয়েছে সাড়ে চার হাজার তথ্য কেন্দ্র। তবে এসব কার্যক্রমকে আরও জোড়দার করতে হবে।
সাস (ভারত) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন, ভারতের সাবেক প্রধান বিচারপতি এ এম আহমেদি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস বাংলাদেশ প্রধান পরামর্শক খন্দকার রাশিদুল হক, জিটাবাইট সলিউশন্স এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ভূইয়া প্রমুখ।
বাজার অর্থনীতিতে অর্থনৈতিক অপরাধ রোধে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে বলে মত দেন বক্তরা।
বক্তারা বলেন, বিশ্বায়নের এ যুগে বাজার অর্থনীতিকে সুরক্ষা করতে সংগৃহীত তথ্যের (ডাটা) বিশ্লেষণ জরুরী। তারা আরো বলছেন, বিশ্বায়ন, বাজার অর্থনীতি, বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) এবং তথ্য প্রযুক্তির এই যুগে বেড়েছে অর্থনৈতিক অপরাধ।
এ এম আহদেম বলেন, বিশ্বায়ন ও বাজার অর্থনীতিতে বেড়েছে অর্থনৈতিক অপরাধ। বাজার অর্থনীতি, বেসরকারিকরণ এবং বিশ্বায়ন ধারণার অনেক সুবিধার সঙ্গে বেশ কিছু অসুবিধার জন্ম দিয়েছে।
তবে আমাদের মনে রাখতে হবে, বাজার অর্থনীতিতে সুরক্ষা দিতে চাইলে আগে অর্থনীতিতে তা বিরাজ করতে হবে।
হাসানুল হক ইনু বলেন, নতুন বিশ্ব, নতুন ঝুঁকি। সারা বিশ্ব যেখানে তথ্য প্রযুক্তিতে নিজেকে এগিয়ে নিতে কাজ করছে। সেখানে আমরা ক্ষুধা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে যুদ্ধ করে যাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে শিল্পের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। নিয়ন্ত্রক ও শিল্পের মধ্যে চোর-পুলিশ সম্পর্ক গ্রহণযোগ্য নয়। তাকে সহায়তার নিশ্চয়তা দিতে হবে। তবে এজন্য নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরী।
সুদীপ্ত সেন তার স্বাগত বক্তব্যে বাংলাদেশে সাস এর ভবিষ্যত কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।