অ্যাসেঞ্জকে আশ্রয় দেবে না ফ্রান্স

অ্যাসেঞ্জকে আশ্রয় দেবে না ফ্রান্স

ashanjউইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয়ের আবেদন ফিরিয়ে দিল ফ্রান্স সরকার৷ বর্তমানে পশ্চিম লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রয়েছেন তিনি৷ফ্রান্সে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছিলেন অ্যাসেঞ্জ৷ কিন্তু ফ্রান্স মনে করে অ্যাসাঞ্জের ‘তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই’৷এই যুক্তিতেই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে খোলা চিঠিতে তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন অ্যাসাঞ্জ৷এর উত্তরে ওঁলাদ বলেন, ‘ফ্রান্স তার আবেদন রাখতে পারবে না৷ বর্তমান পরিস্থিতিতে তার কোনও বিপদের আশঙ্কা নেই৷’

তবে অ্যাসাঞ্জ ফ্রান্সে শরণার্থীর স্বীকৃতি পেলেও তেমনভাবে উপকৃত হতেন না উইকিলিকস কর্তা৷অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাস ছাড়ার চেষ্টা করলেই লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করতে পারে৷ সুইডেনের প্রসিকিউটররা ২০১০ সাল থেকেই ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে আসছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অ্যাসাঞ্জ৷

আন্তর্জাতিক