জেনারেল সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক

জেনারেল সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক

fattaমিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল  ইখওয়ানুল মুসলিমিন। দলটির কয়েকজন নেতাকে রাজধানী কায়রোর একটি ভবনে হত্যার পর ইখওয়ান এ ডাক দিল।

ইখওয়ানুল মুসলিমিন বুধবার এক বিবৃতিতে জেনারেল সিসিকে কসাই আখ্যা দিয়ে বলেছে, নেতাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহে শামিল হতে রাস্তায় নেমে আসুন, আপনাদের দেশকে, নিজেদের ও আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন।

বিবৃতিতে আরো বলা হয়েছে- সিসির নির্যাতন ও জুলুমের নিরাপদ দূর্গ ধ্বংস করুন এবং আরেকবার মিশরকে বাঁচান।

রাজধানী কায়রোর পশ্চিমে একটি ভবনে অভিযান চালিয়ে সিসি সরকারের পুলিশ ইখওয়ানুল মুসলিমিনের অন্তত নয়জন নেতাকে বুধবার হত্যা করেছে। এরপর এ বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়েছে- এ হত্যার মাধ্যমে সিসি তার পতন ডেকে এনেছে এবং আন্দোলনের এ নতুন অধ্যায়কে স্বৈরশাসক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না।

বিবৃতিতে দাবি করা হয়েছে,  ইখওয়ানের আটক নেতা-কর্মীদের পরিবারকে সমর্থন দেয়ার কাজে গিয়েছিলেন এসব নেতা। কিন্তু কোনো ধরনের তদন্ত ছাড়াই ভবনের ভেতরে ঠাণ্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়েছে। সূত্র : প্রেস টিভি

আন্তর্জাতিক