আবারো দখলদার ইসরায়েলি বিমান হামলার রক্ত ঝরলো ফিলিস্তিনি ভূ-খণ্ডে। সোমবার দিনের শুরুতে গাজায় সংঘটিত ইসরায়েলের জঙ্গি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২০ ফিলিস্তিনি মারা গেছেন।
এদিকে ইসরাইল দাবি করেছে তাদের ভূ-খণ্ড লক্ষ্য করে গাজা থেকে প্রায় ১৪০টি রকেট নিক্ষেপ করা হয়। এতে দুই ইসরায়েলি আহত হয়েছে বলে দাবি করে তারা। তবে এর সত্যতা কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র এই রকেট হামলার নিন্দা জানিয়েছে। তবে আরব লিগ ইসরায়েলের এই বিমান হামলাকে ‘ম্যাসাকার’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে।