ওয়‍ার্ল্ড ফুড প্রাইজ-২০১৫ পেলেন স্যার ফজলে হাসান আবেদ

ওয়‍ার্ল্ড ফুড প্রাইজ-২০১৫ পেলেন স্যার ফজলে হাসান আবেদ

abedদেশের বৃহৎ বেসরকারি সংস্থা ব্রাকর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ১৫০ মিলিয়ন দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভূমিকা রাখায় ওয়‍ার্ল্ড ফুড প্রাইজ-২০১৫ লাভ করেছেন।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইয়োয়া ভিত্তিক ফাউন্ডেশন ‘দ্য দেশ মাইনস’র বার্ষিক পুরস্কারে তার নাম ঘোষণা করা হয়।

ব্রাক শিশু মৃত্যুর হার কমানো, শিশু শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধিতে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশে কাজ করে যাচ্ছে।

৭৯ বছর বয়সী এ উদ্যোক্তা আগামী অক্টোবর মাসে ওয়‍ার্ল্ড ফুড প্রাইজ-২০১৫’র ২ লাখ ৫০ মার্কিন ডলার পুরস্কারের অর্থমূল্য গ্রহণ করবেন।

ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ধনাঢ্য ভূস্বামী। তাঁর মায়ের নাম সৈয়দা সুফিয়া খাতুন।

তার পূর্বপুরুষরা ছিলেন ওই অঞ্চলের অনেক বড় জমিদার। ফজলে হাসান আবেদের পরিবারের সবাই ছিলেন শিক্ষিত। তারা সবাই কলকাতা গিয়ে পড়াশোনা করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে এবং পরে ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি শেল অয়েল কোম্পানিতে অর্থনৈতিক কর্মকর্তা হিসাবে যোগ দেন।

বাংলাদেশ