বান্দরবানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বান্দরবানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

eyaba arrestবান্দরবানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বৌদ্ধ ভিক্ষুককে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে  ক্রেতা সেজে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। শহরের জীপ মাইক্রো ষ্টেশন এলাকার আবাসিক হোটেল হিলবার্ডের নিচ থেকে থোয়াই শৈ ওয়া (৩০) নামের ওই ভিক্ষুককে আটক করা হয়।

তার কাছ থেকে ৩০০০ পিস মায়ানমারের ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোনসহ অন্যান্য সরজ্ঞাম উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার মূল্য প্রায় তিন লাখ টাকা।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আটককৃত বৌদ্ধ ভিক্ষুক সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন জায়গায় বিক্রি করতো। ওই ভিক্ষুক গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়ে ইয়াবাগুলো বিক্রির জন্য লামা থেকে বান্দরবানে নিয়ে আসে।

সে আবাসিক হোটেল হিলবার্ডে অবস্থান করার পর ইয়াবাগুলো বিক্রির জন্য আনলে এ সময় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কম্বনিয়া এলাকায় বলে জিজ্ঞাসাবাদে সে জানায়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্ জানান, আটককৃত ভিক্ষুক দীর্ঘ দিন থেকে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বাড়ি মায়ানমারে বলে ধারণা করা হচ্ছে।

তবে আটককৃত বৌদ্ধ ভিক্ষুক জনান, তাকে রোয়াংছড়ির শৈহ্লা নারে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য দেয়।

জেলা সংবাদ