৭ দিনব্যাপী ‘বসুন্ধরা সিমেন্ট আধুনিক খুলনা গড়ি’ আবাসন মেলায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। বাড়ছে লোক সমাগম। সোমবার মেলায় দর্শকের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়।
সোমবার ছিল এ মেলার পঞ্চম দিন। এদিন বিকেলে আয়োজন করা হয় আলোক চিত্র প্রদর্শনী। এতে অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া পরে। মেলা শিশুদের মাঝেও বেশ আগ্রহ সৃষ্টি করেছে।
৮ মার্চ শুরু হয় খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্কে এই মেলা শেষ হবে আগামী ১৪ মার্চ।
থ্রি স্টার ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার স্বাধীনতা দিবস ‘২৬ মার্চ আমার স্বাধীনতা’ শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে রোববার শিশুদের হাতের লেখা ও মহিলাদের পিঠা প্রতিযোগিতা হয়।
সোমবার অনুষ্ঠিত হয় আলোক চিত্র প্রতিযোগিতা। ৩৫ জন প্রতিযোগী এতে অংশ নেন। তিনি জানান, ১৪ মার্চ সব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান আলমগীর হোসেন ।
সোমবার বাবা মায়ের সঙ্গে মেলায় এসেছিল শিশু তানজিম শাহরিয়ার। তাবা বাবা চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শিশুটি আবাসন মেলার একটি রিয়েল স্টেট প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে তার বাবা মাহাবুব আহমেদকে প্রশ্ন করছিল এতো বড় বড় বাড়ির ছবি কেন।
মুসলিমা আক্তার রিংকু পড়ালেখা করে নগরীর করোনেশন স্কুলের অষ্টম শ্রেণীতে। সে তার মা তাছলিমা বেগমের কাছে আব্দার করে সাংস্কৃতিক অনুষ্ঠান না দেখে বাসায় ফিরবে না। তাছলিমা বেগম ছেলে ফয়সাল ও মেয়ে রিংকুকে নিয়ে বিকেলে এসেছিলেন মেলায়।
তিনি বলেন, ‘নগরীতে ছেলে মেয়েদের নিয়ে একটু বিনোদন করতে যাবো, তেমন পরিবেশ তেমন একটা নেই। তাই ভাবলাম তাদেরকে নিয়ে মেলায় যাই। সেখানে গিয়ে মেলার স্টলও দেখা হবে। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা হবে’।
স্টল মালিকেরা জানান, বিকেল থেকেই দর্শর্নাথীদের ভিড় বাড়তে থাকে। মেলায় নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে আসছে শিশুরাও। মেলার বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বিনোদনের জন্য রয়েছে প্রখ্যাত নবীণ, প্রবীন শিল্পীদের নাচ-গানের আসর। সবমিলিয়ে ‘বসুন্ধরা সিমেন্ট আধুনিক খুলনা গড়ি’ মেলাটি জমে উঠেছে।
মেলায় গাজী ট্যাংক ইন্ডাস্ট্রির স্টলে আসা দর্শক আমিরুননেসা বলেন, ‘মেলায় এসেছি ঘুরতে। গাজী ট্যাংক থেকে একটি ট্যাংক কিনেছি। দাম বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলক কম’।
তিনি বলেন, মেলায় বিভিন্ন রিয়েল স্টেট প্রতিষ্ঠানের ফ্লাট ও প্লট দেখেছি। বেশ ভাল লেগেছে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বসুন্ধরা সিমেন্ট। ২৫ টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে বিনোদেনের জন্য রয়েছে ম্যাজিক শিক্ষা, হ্যান্ডিক্রাফটস স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকছে আবাসন মেলা।