ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ২১ জন মারা গেছেন। মঙ্গলবার রাতে কলকাতার থেকে ৬০০ কিলোমিটার উত্তরের দার্জিলিং, কালিম্পং ও মিরিকে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভূমিধসের পর থেকে পাহাড়ি এলাকাটিতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
চা বাগান অধ্যুষিত দার্জিলিং, কালিম্পং ও মিরিকে মঙ্গলবার রাত আটটার দিকে প্রবল বর্ষণ শুরু হয়। সাড়া রাত ধরে চলা বর্ষণে দুর্গত এলাকার অনেক স্থানের সঙ্গেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিযোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। প্রবল বৃষ্টির পর নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। ভূমিধসের কারণে শিলিগুড়ি-সিকিম সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত পি জাবালজির বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকাল পর্যন্ত মিরিকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কালিম্পংয়ে পাঁচ ও দার্জিলিংয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব এলাকার অন্তত একশ’র বেশি ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেছে। দুর্গতদের উদ্ধারে সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) মোতায়েন করা হয়েছে।