ভাষাসৈনিক উসুএ তালুকদার আর নেই

ভাষাসৈনিক উসুএ তালুকদার আর নেই

shokভাষাসৈনিক ও পটুয়াখালী রাখাইন সমাজকল্যাণ সমিতির সভাপতি উসুএ তালুকদার আর নেই।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কলাপাড়ার নিজ বাসভবনে মারা যান ৮০ বছর বয়সী এ ভাষাসৈনিক।

উসুএ তালুকদার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পটুয়াখালী রাখাইন বৌদ্ধমন্দিরের সাধারণ যুগ্ম সম্পাদক মনু রাখাইন জানান, উসুএ তালুকদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচ হাসপাতাল থেকে তাকে পটুয়াখালী ফেরত পাঠিয়ে দেয়া হয়। মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়া শহরের পুরাতন স্টিমারঘাট এলাকার নিজ বাসভবনে মারা যান তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উসুএ তালুকদারের মরদেহ রাখাইন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দাহ করা হবে।

পটুয়াখালীর প্রবীণ সংগঠক অতুল চন্দ্র দাস জানান, উসুএ তালুকদার ছিলেন দক্ষিণ বাংলার একজন আপসহীন প্রগতিশীল সংগঠক। দেশ ভাগ হওয়ার আগে ও পরে তিনি ন্যাপ ও কৃষক নেতা ছিলেন। সর্বশেষ তিনি কলাপাড়া উপজেলা গণফোরাম সভাপতি এবং কলাপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ