মার্কিন সেনার হাতে নয়, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই, ২০০৫ সালে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান হামিদ গুল।
সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গুল জানিয়েছেন, তার মতে, ওসামা সেখানে (অ্যাবোটাবাদে) ছিলেনই না। যোগ করেন, ওসামা ২০০৫ সালে স্বাভাবিকভাবেই মারা যান।
গুলের এই মন্তব্য লাদেনের মৃত্যুর চার বছর পরে এলো। বস্তুত, ২০১১ সালের ১ মে, পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত অ্যাবোটাবাদের বাসভবনে মার্কিন নৌসেনার নেভি সিল সিক্স কম্যান্ডোদের হানায় লাদেনের মৃত্যু হয়। মার্কিন সেনার দাবি ছিল, নিধনের পর তারা লাদেনের দেহকে সেদেশে নিয়ে গিয়ে সমুদ্রে সলিল সমাধিস্থ করে।