দেখতে দেখতে কেটে গেল আট বছর। আট বছর আগে এই দিনটিতেই জন্মেছিল সে। সেদিক থেকে আজ তাঁর জন্মদিন। কে সে? তার বাজারি নাম আইফোন। স্মার্ট ফোনের ধারণাই যে একদিন বদলে দিয়েছিল। বদলে দিয়ে চালু করেছে এই ভাবনা যে স্মার্ট হতে গেলে হতে হয় ইউনিক। কম্পিউটার আর ব্যবহার ক্ষমতার বাড়িয়ে আস্তে আস্তে গত আট বছরে এই আইফোনই হয়ে উঠেছে ডিজায়ার বা চাহিদার সেরা ঠিকানা। বলা ভালো মাপকাঠি। স্মার্টনেস, স্ট্যাটাস কিংবা যোগ্যতার মাপকাঠি আজকের আইফোন।
২৯ জুন ২০০৭ সালে এক চশমা পরা টাক মাথার জাদুকর আইফোন ৩জি ফোন হাতে নিয়ে বিশ্বের দরবারে উপস্থিত হয়েছিলেন। তার পর থেকে যুগ বদলেছে চাবিকাঠি স্টিভ জোবসের হাত থেকে গিয়েছে টিম কুকের হাতে তবে বদলায়নি আইফোনের চাহিদা। একে একে বাজারে এসেছে আইফোন ৩জি(এস), আইফোন৪, আইফোন৪(এস), আইফোন৫, আইফোন৫(এস), আইফোন৫(সি), আইফোন৬, আইফোন৬(এস)। জাদুকরের ঝোলা থেকে আরও কী কী নতুন আবিষ্কার বেরোয় আইফোনের জন্মদিনে সেই অপেক্ষায়।