ঢাকায় দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল

ঢাকায় দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল

southafricaবাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি ২০ ম্যাচ খেলতে এক মাসের সফরে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল।

আজ  মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অতিথি দল।

সফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরু হবে টোয়েন্টি২০ ম্যাচ দিয়ে। ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি টোয়েন্টি২০ প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরপর ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টোয়েন্টি২০ ম্যাচ ২টি। একই ভেন্যুতে ১০ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ২টি ওয়ানডে।

আগামী ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। একই ভেন্যুতে ২১ জুলাই হবে প্রথম টেস্ট। আর ৩০ জুলাই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

খেলাধূলা