বাংলাদেশের ব্যাটিং লাইনে মিডল অর্ডারে সাব্বির রহমানের ভূমিকা এখন অনেক বড়। রান তাড়া করার সময় ম্যাচ ফিনিশ করে আসা, আবার দলের বিপদের সময় ওই অবস্থানেই লম্বা ইনিংস খেলতে হয় সাব্বিরকে।
আক্রমণাত্মক ধারার ব্যাটিংয়ে সফলতাও পাচ্ছেণ এই তরুণ ক্রিকেটার। ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সাব্বির খুব পছন্দের ক্রিকেটার। সম্প্রতি ফর্মটা ভালো না গেলেও ক্রিকেট বিশ্বে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপ চলাকালীন মেলবোর্নে নিজের ব্যাটিং নিয়ে তিনি কথা বলেছিলেন কোহলির সঙ্গে। এবার তো ঘরের মাঠে পছন্দের খেলোয়াড় কোহলির বিরুদ্ধেই সরাসরি খেললেন।
সুযোগ পেয়ে এবারও কোহলির সঙ্গে কথা বলেছেন সাব্বির। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোহলির সঙ্গে নিজের কথোপকথন সম্পর্কে সাংবাদিকদের সাব্বির বলেছেন, “ওর সাথে কথা বলাটাও আমার অনেক বড় একটা অর্জন। ওর সাথে কথা বলার সময়, ওই বলছে, তুমি যেভাবে খেলতে ছো ওইভাবেই খেলবা। যেভাবে তুমি ম্যাচ ফিনিশ করতে পারো ওইভাবে খেলবে। আর যে রিদমে বা গিয়ারে খেলতো ছো ওইভাবে খেলবে। আর ভয়ডরহীন ক্রিকেট খেলব।”