লক্ষ্মীপুরে কোস্টগার্ডের গুলিতে ৮ জেলে আহত

লক্ষ্মীপুরে কোস্টগার্ডের গুলিতে ৮ জেলে আহত

নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঘেগনার লুধুয়া ঘাটে রোববার দুপুরে জেলেদের ওপর গুলি চালিয়েছে কোস্টগার্ড। এতে আট জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহত জেলেরা হলেন- আলা উদ্দিন (১২), মোসলেহ উদ্দিন (২৮), নজির আহম্মদ (২৩), মাকসুদ (২৫), মাজফুজ (২৩), নুরুল ইসলাম (২৫), মোস্তফা (৩৫) এবং আমির (৬০)।

আহত জেলেদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জেলেদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে জেলে ও কোস্টর্গাডের সঙ্গে সংঘর্ষ হয়েছে শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

লক্ষ্মীপুর মতিরহাট কোস্টগার্ডের কন্টিনেন্টাল কমান্ডার এনায়েত হোসেন জানান, নদীতে মাছ ধরার সময় জাল নিতে গেলে শতাধিক জেলে আমাদের উপর তেড়ে আসে। এসময় আমরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছি। কত রাউন্ডগুলি করেছি তা হিসাব ছাড়া বলা যাবে না।

ওই উপজেলার চর পলকন ইউনিয়নের চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন কোস্টগার্ডের গুলিতে আট জেলে আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বাংলাদেশ