বেবিচক চেয়ারম্যান মাহমুদ হোসেনের এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি

বিমানবাহিনী থেকে প্রেষণে নিয়োগ হওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর মাহমুদ হোসেন, জিডি (পি) কে সোমবার এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান বিমান বাহিনী সদর দপ্তরে সোমবার উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ার কমডোর মাহমুদ হোসেনকে এয়ার ভাইস মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সোমবার এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ