দুঃস্বপ্নের রাত ম্যানইউ-ম্যানসিটির

দুঃস্বপ্নের রাত ম্যানইউ-ম্যানসিটির

ইউরোপা লিগের শীর্ষ ষোল’র প্রথম লেগে হোঁচট খেয়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। স্পেনের অ্যাথলেটিকো বিলবাও ৩-২ গোলে ম্যানইউকে এবং স্পোটিং লিসবন ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটিকে।

ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই পিছিয়ে পড়ে বিলবাও। ২২ মিনিটে গোল করেন ওয়েন রুনি। গোলের তিক্ত স্বাদ নেওয়ার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসে অতিথিরা। দ্রুতই বলের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশ ক্লাবটি। লোরেন্তের গোলে ৪৪ মিনিটে সমতায় ফেরে বিলবাও।

বিরতির পর আরও দুটি গোল করে স্বাগতিকদের মনোবলে চিড় ধরিয়ে দেয় বিলবাও। ৭২ মিনিটে মার্কোস ও ৯০ মিনিটে জালে বল জড়ান মুনিয়ান। জয় না পেলেও শেষপর্যন্ত আরেকটি গোল শোধ করে ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময় (৯০+২) পেনাল্টি থেকে নিশানাভেদ করেন রুনি।

এদিকে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের কাছে হেরেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। লিসবনের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষ। ৫১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জালে বল জড়ান জান্দাও। বাকি সময় গোল না হওয়ায় ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কোন দল।

খেলাধূলা