আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী মানুষের ভোগান্তি কমাতে লঞ্চের পাশাপাশি ফেরিতেও যাত্রী পারাপারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে দক্ষিণাঞ্চলে যাওয়ার প্রধান নৌবন্দর সদরঘাটকেন্দ্রিক যাতায়াতে ওয়ানওয়ে ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ঈদকে সামনে রেখে রোববার (২১ জুন) বিআইডব্লিউটিএ ভবনে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।