হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুরে ১৭ কোটি ব্যয়ে নির্মাণ করা হচ্ছে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম।
শনিবার সকাল ৯টায় স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, ১১.৫০ একর জায়গার উপর আন্তর্জাতিক মান সম্পন্ন এ স্টেডিয়াম নির্মিত হচ্ছে। এর ফলে হবিগঞ্জের ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হবে।
ফরহাদ হোসেন কলি আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়ামের ব্যয়ভার বহন করছে। স্টেডিয়ামের প্রকল্পের মধ্যে রয়েছে মাটি ভরাট, দেওয়াল ও দ্বিতল প্যাভিলিয়ন নির্মাণ।