তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিশাল ব্যবধানে হেরেছে ভারত। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছেন ভারতীয়রা।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশে আজ কোনো পরিবর্তন আসেনি। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই খেলবে স্বাগতিকরা। ভারতীয় দলে তিনটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন আম্বাতি রাইডু, ধাওয়াল কুলকার্নি ও অক্ষর প্যাটেল। বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও ধাওয়াল কুলকার্নি।
প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে উড়িয়ে দেয় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবেন টাইগাররা।