পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আকরাম খান

পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আকরাম খান

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে আবার ফিরলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। শনিবার সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্রটি ফেরত নেন তিনি।

বাংলানিউজকে আকরাম খান জানান, শনিবার থেকেই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আবার কাজ শুরু করবেন তিনি।

পদত্যাগের তিনদিনের মাথায় সিদ্ধান্ত বদলালেন আকরাম খান। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন আইসিসি ট্রফি জয়ী এই অধিনায়ক।

এর আগেই আকরাম খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে দেখা করতে বলা হয়। রাত ৮টায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘তোমার ক্রিকেটে থাকা দরকার। তুমি থাক। বোর্ডে কি হচ্ছে সেটা আমি দেখছি।`

এরপর বিসিবির পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল শনিবার সকালে আকরাম খানকে বোর্ডে ডেকে পদত্যাগপত্র ফেরত দেন।

খেলাধূলা