লালমনিরহাটের কাকিনা স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশন মাস্টারসহ দু’জনকে বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী রুটে কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে ক্রসিংয়ের সময় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের সঙ্গে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হন। এক পর্যায়ে স্টেশনে ভাংচুর করে বিক্ষুব্ধরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মুস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুই দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, দায়িত্বে অবহেলার জন্য কাকিনা স্টেশন মাস্টার আছির উদ্দিনসহ দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।