‘জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা মোদির

‘জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা মোদির

rahul modiরাজনীতির আঙিনায় তাদের প্রায়শই দেখা যায় এক অপরকে কটাক্ষ করতে। ‘ভালবেসে’ এক জন অন্য জনকে ‘যুবরাজ’ বলেও ডাকেন। তার সেই প্রিয় যুবরাজের জন্মদিনেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনে  টুইটারে তার দীর্ঘায়ু কামনা করলেন মোদি। উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন রাহুলও।

অজ্ঞাতবাস কাটিয়ে ফিরে নতুন অবতারে হাজির হয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে বেশ অস্বস্তিতেই রেখেছেন কংগ্রেসের সহ-সভাপতি। নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রীকেও। বিগত কয়েক মাসের সেই  বাক্বিতণ্ডা, বিতর্ককে দূরে সরিয়ে রেখে এ দিন রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ৪৫-এ পা দিলেন রাহুল। টুইটারে কংগ্রেস সহ-সভাপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।” প্রত্যুত্তরে সোশ্যাল মিডিয়াতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো করুণানিধিও। টুইটারে রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন করুণা-পুত্র স্তালিনও।

বহু বছর বিদেশেই তাকে জন্মদিন উদ্যাপন করতে দেখা গেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ উল্টো ছবি। এবারের জন্মদিন দিল্লিতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। সকাল থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। প্রায় ৪৫ কেজি ওজনের কেক, ফুল নিয়ে দলে দলে সমর্থকেরা হাজির হন রাহুলের বাসভবনের সামনে। নয়া দিল্লিতে ১২ নম্বর তুঘলক লেনে, রাহুলের বাংলোর সামনে বাজি ফাটিয়ে তারা  কংগ্রেসের সহ-সভাপতির জন্মদিন পালন করেন। ছেলের জন্মদিনে তার সঙ্গে দেখা করতে রাহুলের বাসভবনে যান কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীও।

আন্তর্জাতিক