বাবা রামদেব বিশ্বাস করেন, নিয়মিত যোগাসন অভ্যাস করতেন বলেই সর্দার প্যাটেলের বদলে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
ইন্ডিয়া টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন রামদেব। তিনি বলেছেন, “নেহেরুজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পেরেছেন কারণ তিনি নিয়মিত যোগাভ্যাস করতেন। সুভাষচন্দ্র বসুও কড়া চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার আগেই তিনি মারা যান। নেহেরু প্যাটেলকেও টপকে যান কারণ তিনি যোগাভ্যাস করতেন।
রামদেব দাবি করেছেন, তার এই বক্তব্য একশো শতাংশ সত্যি ও বিশ্বাসযোগ্য। যোগা মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষকে সুপারম্যান করে তোলে।