খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ৫ কোটি রুপি নেওয়াই প্রমাণ করে তিনি তাদের এজেন্ট।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে একবার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। এখন আবার যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পক্ষ নিয়েছে। পাকিস্তানের আদালতে ৫ কোটি রুপি নেওয়ার বিষয়টি ফাঁস হয়েছে। এভাবে আরো কত টাকা তিনি নিয়েছেন তা জানি না।
এ সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের বলেন, খালেদা জিয়ার বিষয়ে সর্তক থাকতে হবে। এ ব্যাপারে মানুষকে সর্তক করতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী গত ৭ মার্চের গণর্যালি সফলের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ নিয়ে আগামী ১৪ মার্চের মহাসমাবেশের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
এ সময় ১২ মার্চে বিএনপির ঢাকা চলো বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এজন্য প্রশাসনকে সর্তক থাকতে বলা হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেনসহ ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।