সরে গেল হিমালয়!

সরে গেল হিমালয়!

himaloyউচ্চতার পরিবর্তন না হলেও সরে গিয়েছে হিমালয়৷ চিনের ‘অফিশিয়াল মনিটরিং এজেন্সি’ সূত্রের খবর, প্রায় তিন সেন্টিমিটার সরে গিয়েছে হিমালয়৷ যদিও নেপালের ভূমিকম্পের ফলে বিশ্বের বৃহত্তম পর্বতমালার উচ্চতার কোনো পরিবর্তন হয়নি৷

জানা গিয়েছে, বিগত ১০ বছরে মাউন্ট এভারেস্ট ৪০ সেন্টিমিটার উত্তরপূর্বে সরে গিয়েছে৷ গত ২৫ এপ্রিল থেকে ১২ মে’র মধ্যে এটি প্রায় তিন সেন্টিমিটার সরে গিয়েছে৷ যদিও এই পর্বতের উচ্চতা ৮,৪৮৪ মিটারই রয়েছে৷

আন্তর্জাতিক