নতুন ডাটা সেন্টার বানাচ্ছে ফেসবুক

নতুন ডাটা সেন্টার বানাচ্ছে ফেসবুক

ffffআয়ারল্যান্ডে নিজেদের নতুন ডাটা সেন্টার তৈরি করতে চলেছে ফেসবুক। সোমবার ফেসবুকের তরফে একথাই জানানো হয়েছে। একই সঙ্গে এই নতুন ডাটা সেন্টারে ফেসবুক তরফে ক্লাউড ডাটা স্টোরের ব্যবস্থাও করা হচ্ছে। ফেসবুক সূত্রের খবর, এখন থেকে ইউরোপের মানুষ নিজেদের লোকাল সার্ভার বা কম্পিউটারের বদলে ফেসবুকের আয়ারল্যান্ড ডাটা সার্ভারে তথ্য জমা করে রাখতে পারবে। তবে ফেসবুকই প্রথম নয় আয়ারল্যান্ডের সহজ টেক্স এবং পরিবেশের কথা মাথায় রেখে বেশিরভাগ তথ্য প্রযুক্তি সংস্থা ছুটছে সে দেশের দিকে।

গত মাসেই অ্যাপেল আয়ারল্যান্ডে ডাটা হাব বানাতে ১.৭ বিলিয়ন টাকা খরচ করেছে। অন্যদিকে গুগল এবং মাইক্রোসফটের নজরও রয়েছে আয়ারল্যান্ডের দিকে।

বিজ্ঞান প্রযুক্তি