স্কুলে নিষিদ্ধ ‘শর্ট স্কার্ট’

স্কুলে নিষিদ্ধ ‘শর্ট স্কার্ট’

image_129695_0স্কুলে ছোট স্কার্ট পড়ে আসায় তাদের নিষিদ্ধ করেছে ব্রিটেনের একটি বালিকা বিদ্যালয়৷ তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভদ্রস্থ পোষাক পরে স্কুলে আসাতে৷

হের্টফোর্ডশায়ারের বুশ এলাকার সেন্ট মার্গারেট স্কুল কর্তৃপক্ষ উঁচু শ্রেণির ছাত্রীদের স্কুলে ছোট পোশাক পরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ ওই স্কুলের প্রধানশিক্ষিকা রোজ হার্ডি জানিয়েছেন, ছাত্রীরা এমন পোষাক পরে স্কুলে আসবে যাতে তাদের ভদ্র ও দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হয়৷

যদিও স্কুলের এহেন নিষেধাজ্ঞায় ছাত্রীদের তুলনায় বেশি ক্ষুব্ধ হয়েছে তাদের অভিভাবকেরা৷ এমনকি এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক চিঠি লিখে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কেন তারা এমনভাবে ড্রেসকোড বদল করে দিলেন৷

যদিও প্রধানশিক্ষাকার মতে, তিনি চান তার ছাত্রীরা খুশি, স্বচ্ছন্দ্য ও দৃঢ় প্রতিজ্ঞ থাকুক৷ তিনি মনে করেন, স্কুল জীবনেই মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়৷ এই কারণে ভদ্রস্থ পোষাক সেক্ষেত্রে তাদের সাহায্য করবে বলেই তার মত৷ এই কারণেই ছাত্রীদের জন্য নতুন রঙের ও নয়া ঢঙের পোষাকও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ এই পোশাকের ক্ষেত্রে মোজাকেও নিষিদ্ধ করা হয়েছে৷

আন্তর্জাতিক