জনতা ব্যাংক লিমিটেডের সাভার শাখা নতুন ভবনে

জনতা ব্যাংক লিমিটেডের সাভার শাখা নতুন ভবনে

জনতা ব্যাংক লিমিটেড সাভার শাখার কার্যক্রম নতুন ভবনে শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়।

নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলমগীর মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল গনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ টি এম আবদু ল মতিন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনতা ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য