ভারতে রফতানি ১শ’ কোটি ডলার ছাড়াচ্ছে : সেমিনারে শিবশঙ্কর মেনন

ভারতে রফতানি ১শ’ কোটি ডলার ছাড়াচ্ছে : সেমিনারে শিবশঙ্কর মেনন

এই ১ম বারের মতো  ভারতে বাংলাদেশের রফতানি বছরে ১শ’ কোটি ডলার ছাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন  দেশটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।

শুক্রবার নয়াদিল্লিতে এশিয়ান রিলেশন কনফারেন্সে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এ আভাষ দেন। পাশাপাশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়াতেই বাংলাদেশি রফতানি বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের রফতানি আগামী জুলাই পর্যন্ত এক বছরে এক বিলিয়ন ডলার ছাড়াতে যাচ্ছে। ইতিহাসে এটাই প্রথম’ ।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের পর বাংলাদেশের চাহিদা থেকে শুধু ২৫টি তামাক ও মদ জাতীয় পণ্য বাদে প্রায় সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয় ভারত। এরপর প্রতিবেশী দেশটিতে তৈরি পোশাক রফতানি বেড়ে যায়।

অর্থ বাণিজ্য