দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয় ২৬৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ২৪৪টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৮টির ও অপরিবর্তিত ছিল ৩টি প্রতিষ্ঠানের দাম। বাকি ৯টি প্রতিষ্ঠানের কোনো লেনদেন হয়নি। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৮৯টির, কমেছিল ৭১টি, অপরিবর্তিত ছিল ৯টি এবং কোনো লেনদেন হয়নি ৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকও কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ সূচক ছিল ৪ হাজার ৫৫৩ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৩৪৫ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে সূচক কমেছে ২০৮ পয়েন্ট। সপ্তাহের সর্বোচ্চ সূচক ছিল প্রথম কার্যদিবস রোববার ৪ হাজার ৫৫৩ পয়েন্ট এবং সর্বনিম্ন সূচক ছিল চতুর্থ কার্যদিবস বুধবার ৪ হাজার ২৮৪ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই’তে মোট লেনদেন কমেছে ৫২ দশমিক ৩৮ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৩ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৪৬৬ টাকা। এর আগের সপ্তাহে লেদেন হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকা। সুতরাং গত সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৫২ দশমিক ৩৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেন কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ২২৮ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮৯৩ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৪৮০ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৪৮ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৫২ দশমিক ৩৮ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হল- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮ দশমিক ৪৯ শতাংশ, রেকিট বেনকিজার ৫ দশমিক ৯০ শতাংশ, বিএটিবিসি ৩ দশমিক ৩৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ দশমিক ১৬ শতাংশ, এসিআই লি. ৩ দশমিক ০৫ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বন্ড ২ দশমিক ০২ শতাংশ, ব্র্যাক ব্যাংক লি. ২ শতাংশ, স্টাইল ক্রাফ্ট ১ দশমিক ৭১ শতাংশ, উসমানিয়া গ্লাস শূন্য দশমিক ৮০ শতাংশ এবং সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লি. শূন্য দশমিক ৬৭ শতাংশ।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হল, প্রাইম ফিন্যান্স ৩৬ দশমিক ০৪ শতাংশ, ইস্টার্ন ব্যাংক লি. ৩৪ দশমিক ১২ শতাংশ, ওয়ান ব্যাংক লি. ৩১ দশমিক ৮১ শতাংশ, পূবালী ব্যাংক ২৯ দশমিক ৭৭ শতাংশ, আইডিএলসি ফিন্যান্স লি. ২৯ দশমিক ৭৪ শতাংশ, এনসিসি ব্যাংক লি. ২৫ দশমিক ২৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক লি. ২৫ দশমিক ১৮ শতাংশ, এবি ব্যাংক ২৪ দশমিক ৫১ শতাংশ, আইএলএফএসএল ২৪ দশমিক ০৩ শতাংশ এবং ব্র্যাক ব্যাংক ২৩ দশমিক ৩৩ শতাংশ।
সপ্তাহের ৫ কার্যদিবসে ৮ দশমিক ৪৯ শতাংশ দাম বেড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে শীর্ষ অবস্থানে। অন্যদিকে ৩৬ দশমিক ০৪ শতাংশ দাম কমে সবার উপরে রয়েছে প্রাইম ফিন্যান্স।