প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অকৃত্রিম বন্ধু অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। এ সম্মাননা তার হাতে তুলে দিতে পারলে আমরা আরও বেশি আনন্দিত বোধ করতাম।
রোববার দুপুরে বঙ্গভবনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রীর বক্তৃতার পর তাকে নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বাজপেয়ীল সম্মাননা তুলে দেন ।