উইজডেনের বর্ষসেরা মুমিনুল

উইজডেনের বর্ষসেরা মুমিনুল

Bangladeshi cricketer Mominul Haque plays a shot during the first day of the first cricket Test match between Bangladesh and Pakistan at The Sheikh Abu Naser Stadium in Khulna on April 28, 2015. AFP PHOTO/Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
Bangladeshi cricketer Mominul Haque plays a shot during the first day of the first cricket Test match between Bangladesh and Pakistan at The Sheikh Abu Naser Stadium in Khulna on April 28, 2015. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

২০১৫ সালের জন্য সেরা ৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে উইজডেন ইন্ডিয়া। তালিকায় বাংলাদেশি ক্রিকেটাদের মধ্যে স্থান পেয়েছে ২৩ বছর বয়সী মুমিনুল হক।

২০১৪ সালে ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে সেরার তালিকায় স্থান পেয়েছেন টেস্ট স্পেশ্যালিস্টখ্যাত টাইগার এই বা হাতি ব্যাটসম্যান।

এশিয়ার পরিমন্ডলে উইজডেন ইন্ডিয়া পুরস্কার পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন, ভারতের আজিঙ্কা রাহানে, ঋষি ধাওয়ান ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ।

এছাড়া পাকিস্তানের উমর আকমল ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসও এই তালিকায় আছেন।

এর আগে, বাংলাদেশের পক্ষে ২০১৩ সালে সাকিব ও ২০১৪ সালে মুশফিক এই স্বীকৃতি পেয়েছিলেন।

খেলাধূলা