রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে মোদি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে মোদি

modi bongoরাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দুপুর ১২টা ৩৮ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মোদি হোটেল সোনারগাঁও থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

বঙ্গভবনে পৌঁছার রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বর্তমানে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করছেন তিনি। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে, সকালে পৌনে ৯টায় রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের মাধ্যমে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন মোদি। ঢাকেশ্বরীতে মিনিট দশেক পূজা-অর্চনা করে রামকৃষ্ণ মিশনের দিকে রওয়ানা হন তিনি।

৯টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশন ও মঠ পরিদর্শনে পৌঁছে সেখানে প্রার্থনা করেন মোদি। প্রায় ২০ মিনিট অবস্থানের পর মিশন ও মঠ ছেড়ে বারিধারায় তার দেশের দূতাবাসের উদ্দেশে রওয়ানা হন ভারতীয় প্রধানমন্ত্রী।

দূতাবাসে পৌঁছে মোদি একটি বকুল চারা রোপণ করেন। এরপর তিনি দূতাবাসের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেন। পাশাপাশি বাংলাদেশে তার সরকারের ছয়টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন এবং সরকারকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন।

দূতাবাসের কর্মসূচি শেষে মোদি হোটেল সোনারগাঁওয়ে ফিরে যান। বঙ্গভবনে মধ্যাহ্নভোজের পর আবারও হোটেলে ফিরবেন মোদি।

এরপর সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ বক্তব্য দিয়ে নিজ দেশের উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ