ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের ‘নির্বাচিত’ হয়ে সংসদে আসার ‘আমন্ত্রণ’ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। রবিবার জাতীয় সংসদের শপথ কক্ষে এক ‘প্রাক-বাজেট আলোচনায়’ তিনি এই কথা বলেন। রওশন এরশাদ বলেন, আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, সদস্য হিসেবে সংসদে আসুক। সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে তাদের সুপারিশ বিরোধী দলীয় নেত্রীর সামনে তুলে ধরেন জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, সেটি পারবে কিনা, বিরোধী দল প্রমাণ করবে। যারা বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে বা যাদের বিরোধী দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে। সেটা আমরা আশা করব। তিনি বলেন, কথাটা আমরা আগেও বলেছি, আবারো বলছি, বর্তমান বিরোধী দল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই। তারা তাদের ভূমিকার মাধ্যমে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারে। যদি বাজেটের ওপর বিষয়কেন্দ্রিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেন তারা, দেশবাসীকে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধী দলের ভূমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারণা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। প্রাক-বাজেট আলোচনায় টিআইবি সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ অনলাইন ভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন, থোক বরাদ্দ নিরুত্সাহিতসহ ১১ দফা সুপারিশ তুলে ধরে।