দুদক মানব পাচারের ঘটনাগুলোর অনুসন্ধান করবে

দুদক মানব পাচারের ঘটনাগুলোর অনুসন্ধান করবে

52886f3ab96d1-Acc_sangbadমানব পাচারের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধা​ন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) মো.সামসুল আরেফিন। আজ রোববার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সামসুল আরেফিন বলেন, সাম্প্রতিক সময়ে মানব পাচারের ঘটনাগুলো দুদকের নজরে এসেছে। এ বিষয়ে অনুসন্ধানের জন্য কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। জানুয়ারি থেকে এপ্রিল—এ চার মাসে দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা ও অভিযোগপত্রসহ বিভিন্ন তথ্য নিয়ে করা ব্রিফিংয়ে জানানো হয়, এ চার মাসে আদালতে দুদকের ৮১টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৪টি মামলায় অভিযুক্তরা খালাস পেয়েছেন। ২৭টিতে আসামিদের সাজা হয়েছে। দুই-তৃতীয়াংশ মামলাই আসামিদের খালাস পাওয়ার কারণ সম্পর্কে কমিশনের মহাপরিচালকের ভাষ্য, পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়ায় কারণ।

অন্যান্য বাংলাদেশ